ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরিচালক হিসেবে প্রথম সিনেমায় মেয়েকে চান বাবা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
পরিচালক হিসেবে প্রথম সিনেমায় মেয়েকে চান বাবা অনিল কাপুরের সঙ্গে সোনম কাপুর

প্রথমবার একই সিনেমায় অভিনয় করলেন বলিউড অভিনেতা অনিল কাপুর ও তার মেয়ে অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি তাদের অভিনীত ‘এক লাড়কি কো দেখা তো অ্যাইসা লাগা’ সিনেমার ফার্স্টলুক প্রকাশ পেয়েছে।

সিনেমাটির ফার্স্টলুক প্রকাশ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে অনিল কাপুর জানান, তিনি যদি কখনো সিনেমা পরিচালনা করেন; তাহলে সে সিনেমায় নায়িকা হিসেবে সোনম কাপুরকে কেন্দ্রীয় নারী চরিত্রে নিতে চান।

তবে কবে সিনেমায় পরিচালক হিসেবে ‘নায়ক’খ্যাত তারকার আত্মপ্রকাশ ঘটবে তা তিনি জানাননি।

এদিকে মেয়ের সঙ্গে প্রথম অভিনয় করা প্রসঙ্গে অনিল বলেন, ওর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিলো অসাধারণ। সে অভিনেত্রী হিসেবে প্রতিবার আমাকে চমকে দিয়েছে। শুটিং সেট ও পর্দায় দুই জায়গায় আমি আলাদা মানুষটিকে দেখেছি। এটিই আসলে একজন সত্যিকারের শিল্পীর চিহ্ন।

শেলি চোপড়া পরিচালিত ‘এক লাড়কি কো দেখা তো অ্যাইসা লাগা’ সিনেমায় আরও অভিনয় করেছেন রাজকুমার রাও ও জুহি চাওলা। ১ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাবে।

২০১৮ সালে অনিল কাপুর অভিনীত ‘রেস থ্রি’ ও ‘ফান্নে খান’ মুক্তি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।