ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ড্যারিল সাবারাকে বিয়ে করলেন মেগান ট্রেইনর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
ড্যারিল সাবারাকে বিয়ে করলেন মেগান ট্রেইনর ড্যারিল সাবারার সঙ্গে মেগান ট্রেইনর

মার্কিন অভিনেতা ড্যারিল সাবারার সঙ্গে ঘর বাঁধলেন জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী মেগান ট্রেইনর। শনিবার (২২ ডিসেম্বর) লস অ্যাঞ্জেলসে এ দম্পতির নিজ বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। একই দিন ‘অল অ্যাবাউট দ্য বেস’খ্যাত এই গায়িকার জন্মদিনও ছিলো।

জানা যায়, বিয়ের অনুষ্ঠান হয়েছে একেবারে ঘরোয়া আয়োজনে। এতে দু’পক্ষের পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠ মোট ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন।

ইন্সট্রাগ্রামে দেওয়া মেগান ট্রেইনর ও ড্যারিল সাবারার ছবিসোমবার (২৪ ডিসেম্বর) ট্রেইনর বিয়ের খবরটি নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন। সাবারার সঙ্গে বিয়ের সাজে তোলা একটি ছবি পোস্ট করে এই গায়িকা লেখেন, আমি এখন তার স্ত্রী। এটি জীবনের সবচেয়ে সেরা জন্মদিন ছিলো। যারা আমাদের সাহায্য করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সারা জীবন তাকে ভালোবাসে যাবো।

গত বছর ‘স্পাই কিডস’খ্যাত অভিনেতা ড্যারিল সাবারা ও মেগান ট্রেইনরের বাগদান সম্পন্ন হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।