ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চলে গেলেন ছোট পর্দার অভিনেতা গৌতম দে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
চলে গেলেন ছোট পর্দার অভিনেতা গৌতম দে গৌতম দে

ক্যানসারে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা গৌতম দে। তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ৭টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গৌতম দে দীর্ঘদিন ধরে থিয়েটারে অভিনয় করেছেন।

থিয়েটারে থেকে তিনি নিয়মিত টেলিভিশন সিরিয়ালে অভিনয় করা শুরু করেন। বেশকিছু সিনেমায়ও অভিনয় করেছেন এই তারকা।

‘জন্মভূমি’ সিরিয়ালের মধ্য দিয়ে গৌতম দর্শকদের কাছে ব্যাপক পরিচিত পান। একে একে অভিনয় করেছেন  ‘তিথির অতিথি’, ‘এ কোন সকাল’, ‘লাবণ্যের সংসার’, ‘খুঁজে বেড়াই কাছের মানুষ’সহ বহু জনপ্রিয় সিরিয়ালে। সম্প্রতি তাকে ‘রানি রাসমণি’ এবং ‘কুসুমদোলা’ সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিলো।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।