ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইমরান-কোনালের কণ্ঠে ‘হাতেখড়ি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ইমরান-কোনালের কণ্ঠে ‘হাতেখড়ি’ কোনাল ও ইমরান।

নতুন বছরের (২০১৯) শুরুতে ‘হাতেখড়ি’ শিরোনামের দ্বৈতগান নিয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন ইমরান ও কোনাল। 

কোনো মেঘের ছেঁড়া পালে/ভাসে তোমার প্রেমের তরী/তুমি আমার ভালোবাসার/প্রথম ‘হাতেখড়ি’- এমন কথার গীতিকাব্যটি রচনা করেছেন শরীফ আল দ্বীন। সুর করেছেন নাজির মাহমুদ।

সঙ্গীতায়োজনে মুশফিক লিটু।

এরইমধ্যে গানটিতে কণ্ঠ দেন ইমরান। দু’একদিনের মধ্যেই কোনাল কণ্ঠ দেবেন বলে জানান সুরকার নাজির মাহমুদ।

এ প্রসঙ্গে নাজির মাহমুদ বাংলানিউজকে বলেন, ব্যক্তিগতভাবে গানটি আমার খুবই পছন্দের। এটি ক্লাসিক্যাল মেলোডি ঘরানার একটি গান। কথার উপর সুর বসানোর পর মনে হলো, ইমরান-কোনালের কণ্ঠে গানটি ভালো যাবে। তাই তাদের কণ্ঠেই গানটি তুলে দিলাম। আশা করি, গানটি দর্শক-শ্রোতামহলে গ্রহণযোগ্যতা পাবে।

সপ্তাহ খানেকের মধ্যে গানটির ভিডিওর শুটিং শুরু হচ্ছে। নতুন বছরের (২০১৯) শুরুতে গানটি প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে প্রকাশ পাবে বলে জানান নাজির মাহমুদ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৮
ওএফবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।