ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

টাইগারের নায়িকা হচ্ছেন সারা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
টাইগারের নায়িকা হচ্ছেন সারা? টাইগার শ্রফ ও সারা আলি খান

চলতি মাসে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে বলিউড অভিনেতা সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের অভিষেক ঘটে।

প্রথম সিনেমাতেই বাজিমাৎ করেছেন সারা। এরই মধ্যে মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি আয় করে নিয়েছে প্রায় ৫০ কোটি রূপি।

পাশাপাশি সিনেমা সমালোচকদের প্রশংসা পেয়েছে।

এবার শোনা যাচ্ছে আলোচিত অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন এই অভিনেত্রী। ‘বাঘি থ্রি’ সিনেমায় জুটি বাঁধছেন তারা।

সম্প্রতি নির্মাতা সাজিদ নাদিয়াদওয়ালা সিনেমাটির জন্য সারাকে প্রস্তাব দিয়েছেন। তবে এ বিষয় এখনো আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসেনি।

এর আগে ‘বাঘি’ ও ‘বাঘি টু’তে শ্রদ্ধা কাপুর ও দিশা পাতানি অভিনয় করেছেন। নতুন কিস্তিতে যোগ হচ্ছেন সারা।

এদিকে ২৮ ডিসেম্বর সারা আলি খানের আরেকটি আলোচিত সিনেমা ‘সিম্বা’ মুক্তি পেতে যাচ্ছে। এতে তিনি রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করেছেন। বর্তমানে সিনেমাটির প্রচারণায় সারা ব্যস্ত সময় পার করছেন।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।