ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘দেবী’র পর জয়ার ‘ফুড়ুৎ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
‘দেবী’র পর জয়ার ‘ফুড়ুৎ’ জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত প্রথম সিনেমা ‘দেবী’ মুক্তি পেয়েছে গত ১৯ অক্টোবর। শনিবার (০৮ ডিসেম্বর) সিনেমাটির মুক্তির পঞ্চাশতম দিন পূর্ণ হলো।

এ দিন নতুন আরেকটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন জয়া। ‘দেবী’র পর এই অভিনেত্রীর প্রযোজনা সংস্থা সি তে সিনেমা থেকে নির্মিত হবে ‘ফুড়ুৎ’।

শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে জয়া লেখেন, সগৌরবে পঞ্চাশতম দিন পূর্ণ হলো ‘দেবী’র। এই যাত্রাপথে যারা আমাদের সঙ্গী ছিলেন, সবার প্রতি রইলো অশেষ ধন্যবাদ। আমাদের পুরো ‘দেবী’ চলচ্চিত্র পরিবার, পরিবেশক জাজ মাল্টিমিডিয়াকে জানাই বিশেষভাবে অভিনন্দন। সি তে সিনেমা সাফল্য ধরে রাখতে চায় প্রতি বছর। বাংলা চলচ্চিত্রের দর্শকদের নিয়মিতভাবে শিল্পমান সম্পন্ন চলচ্চিত্র উপহার দিতে চায়।

‘ফুড়ুৎ’ নিয়ে জয়া লেখেন, ২০১৯ সালে নতুন চলচ্চিত্র নিয়ে আসছি আমরা। ‘দেবী’কে দেশ-বিদেশের যে অগণিত দর্শকরা ব্যবসাসফল চলচ্চিত্রের কাতারে শামিল করেছেন, যেসব দর্শক-প্রদর্শক-হল মালিক-বিজ্ঞাপনদাতা-শিল্পী-কলাকুশলী-সাংবাদিক ‘দেবী’র পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আজকের বিশেষ দিনে জানাতে চাই, সি তে সিনেমার নতুন চলচ্চিত্রের নাম ‘ফুড়ুৎ’। বিস্তারিত জানাচ্ছি শিগগিরই।

হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস অবলম্বনে ‘দেবী’ নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এতে মিসির আলী চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আরও অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান, শবনম ফারিয়া, অভিনেতা অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।