ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সালমানকে নিয়ে ফিরছেন কপিল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
সালমানকে নিয়ে ফিরছেন কপিল সালমান খান ও কপিল শর্মা

আবারও নতুন টিভি শো শুরু করতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। তার সর্বশেষ অনুষ্ঠানটি জনপ্রিয়তা পেতে ব্যর্থ হওয়ার পর নতুন এই শো’টি নিয়ে হাজির হচ্ছেন তিনি।

অনুষ্ঠানটির প্রথম পর্বেই অতিথি থাকবেন বলিউড সুপারস্টার সালমান খান। সাল্লুর সঙ্গে আরও থাকবেন তার দুই ভাই আরবাজ খান ও সোহেল খান।

গত বুধবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানটির দুই পর্বের শুটিং হয়েছে। শুটিং চলে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ভোর পর্যন্ত।  

এদিকে দীপিকা-রণবীর ও প্রিয়াঙ্কা-নিকের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কপিল শর্মা ও গিন্নি ছাত্রাথ। নতুন জীবন শুরু করতে যাওয়ায় সালমান খান কপিলকে অভিনন্দন জানিয়েছেন।

নতুন শো’টিতে কপিলের সঙ্গী হবেন আরেক কমেডিয়ান কৃষ্ণা অভিষেক। নানা ধরণের চরিত্রে নিজেদের উপস্থাপন করে দর্শকদের হাসাবেন তারা।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।