ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাইফ এখনও দেখেননি সারার ‘কেদারনাথ’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
সাইফ এখনও দেখেননি সারার ‘কেদারনাথ’ সাইফ-সারা

‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে সাইফ আলী খানের মেয়ে সারা আলী খানের। শুক্রবার (৭ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সিনেমাটি।

কিন্তু নিজের মেয়ের অভিষেক সিনেমাটি এখনও দেখেননি সাইফ। পরিচালক অভিষেক কাপুর একাধিকবার সারার সিনেমাটি দেখার জন্য অনুরোধ করলেও সাইফ তা এড়িয়ে গেছেন।

জানা গেছে, সিনেমাটি দেখার জন্য কারিনা কাপুরও সাইফকে অনুরোধ করেছেন। কিন্তু সাইফ আপাতত নিজের সিদ্ধান্তে অটুট।

এ প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে সাইফ আলী খান বলেন, আমি এখনও সারার ‘কেদারনাথ’ দেখিনি। তবে খুব শিগগিরই সিনেমাটি দেখার ইচ্ছে আছে।

এদিকে সারার মা অমৃতা সিং এরইমধ্যে সিনেমাটি দেখেছেন বলে জানা গেছে।

২০১৩ সালে উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে অবস্থিত কেদারনাথ মন্দির ও তার আশপাশের বিশাল এলাকাজুড়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ঘটনা নিয়েই ‘কেদারনাথ’ নির্মিত হয়েছে। সিনেমাটিতে সারার বিপরীতে অভিনয় করেছেন সুশান্ত সিং রাজপুত। এতে সারা ব্রাহ্মণ কন্যা ও সুশান্ত মুসলিম তরুণের চরিত্রে অভিনয় করেছেন। তাদের প্রেমের গল্প তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে সারার ‘সিম্বা’ সিনেমার ট্রেইলার।

রোহিত শেঠি পরিচালিত ‘সিম্বা’ ছবিতে সারা জুটি বেঁধেছেন রণবীর সিংয়ের সঙ্গে। এটি মুক্তি পাবে আগামী ২৮ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।