ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কিশোরীকে আপত্তিকর ছবি পাঠিয়ে গ্রেফতার মিকা সিং

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
কিশোরীকে আপত্তিকর ছবি পাঠিয়ে গ্রেফতার মিকা সিং গ্রেফতার মিকা সিং-ছবি: সংগৃহীত

দুবাইয়ে এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়েছেন বলিউড সংগীতশিল্পী মিকা সিং। তার বিরুদ্ধে অভিযোগ, ১৭ বছর বয়সী এক ব্রাজিলিয়ান কিশোরীকে তিনি আপত্তিকর ছবি পাঠিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, গতকাল আপত্তিকর ছবি পাঠানোর পর ওই ব্রাজিলিয়ান কিশোরী পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে রাত ৩টায় তাকে ধরে মোরাক্কাবাত থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি থানা হাজতে আছেন।

অবশ্য তার বন্ধুরা তাকে ছাড়িয়ে নিতে ইতোমধ্যেই থানায় হাজির হয়েছেন।

কনসার্টে অংশ নিতে দুবাই গিয়েছিলেন মিকা সিং।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, ০৭ ডিসেম্বর, ২০১৮
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।