ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পার্থ বড়ুয়ার সঙ্গীতায়োজনে গাইলেন লিজা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৮
পার্থ বড়ুয়ার সঙ্গীতায়োজনে গাইলেন লিজা পার্থ বড়ুয়া ও সানিয়া সুলতানা লিজা

ব্যান্ড তারকা ও সোলস ভোকালপ্রধান পার্থ বড়ুয়ার সঙ্গীতায়োজনে কালজয়ী দু’টি গানে কণ্ঠ দিলেন ক্লোজআপ তারকা সানিয়া সুলতানা লিজা।

দু’টি গানের মধ্যে ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ শিরোনামের কালজয়ী দেশাত্মবোধক গানটি রয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে (১৬ ডিসেম্বর) স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সেরা এই গানটি নতুন সঙ্গীতায়োজনে গেয়েছেন লিজা।

এছাড়া আরতি মুখার্জির কণ্ঠে ‘এই মোম জোছনায়’ শিরোনামে গানটিও নতুন আঙ্গিকে লিজার কণ্ঠে শুনতে পাবেন শ্রোতারা।

গান দু’টি প্রসঙ্গে লিজা বাংলানিউজকে বলেন, পার্থ বড়ুয়া সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। উনার সঙ্গীতায়োজনে গাওয়া যে কারো জন্যই আনন্দের। কালজয়ী গানগুলোকে এ প্রজন্মের শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগটি নিয়েছে সেইলন মিউজিক লঞ্জ।

আসছে ১১ ডিসেম্বর গান দু’টির স্টুডিও ভার্সন ভিডিওর শুটিং হবে। আর ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানটি ১৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।