ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গাঁটছড়া বাঁধতে যোধপুরে নিক-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
গাঁটছড়া বাঁধতে যোধপুরে নিক-প্রিয়াঙ্কা যোধপুর বিমানবন্দরে নিক-প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপস্টার নিক জোনাসের বিয়ের সানাই বেজে উঠেছে। আগামী সপ্তাহে যোধপুরের বিলাসবহুল উমেদ ভবন প্যালেসে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন এ আলোচিত জুটি।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) মুম্বাই থেকে পরিবারকে সঙ্গে নিয়ে যোধপুরে পৌঁছেছেন নিক-প্রিয়াঙ্কা। তাদের স্বাগতম জানাতে বিমানবন্দরে জড়ো হয়েছিলো অসংখ্য ভক্ত।

হাত নাড়িয়ে সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। নিরাপত্তা বেষ্টনীর মধ্য যোধপুর বিমানবন্দরে নিক-প্রিয়াঙ্কাএদিকে যোধপুরে যাওয়ার আগে মুম্বাইতে নিক-প্রিয়াঙ্কা অংশ নিয়েছেন বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠানে। এ উপলক্ষে প্রিয়াঙ্কার বাড়ি আলোকসজ্জা করা হয়।

বৃহস্পতিবার যোধপুরের মেহরানগর দুর্গে অনুষ্ঠিত হবে প্রিয়াঙ্কা-নিকের মেহেদি ও সঙ্গীত। শনিবার (১ ডিসেম্বর) গায়ে হলুদে শেষে রোববার (২ ডিসেম্বর) হিন্দু রীতিতে গাঁটছড়া বাঁধবেন নিক-প্রিয়াঙ্কা। সোমবার (৩ ডিসেম্বর) খ্রিস্টান রীতিতে আবারও বিয়ে করবেন এ তারকা যুগল।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।