ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইভার মিউজিক ভিডিওতে মডেল জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ইভার মিউজিক ভিডিওতে মডেল জয় ইভা-জয়

কণ্ঠশিল্পী জান্নাতুল ফিরদাউস ইভার ‘জানি আসবে তুমি’র মিউজিক ভিডিওতে মডেল হয়ে দর্শক-শ্রোতামহলে আসছেন অভিনেতা, উপস্থাপক ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। 

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন লতা আচারিয়া। তানিয়া সুলতানার কথায় গানটির সুর ও সঙ্গীত করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শান।

 

নতুন গান প্রসঙ্গে জান্নাতুল ফিরদাউস ইভা বলেন, একেবারেই অন্যরকম মেলোডিয়াস একটি গান করলাম। শান দুর্দান্ত সুর-সঙ্গীত করেছেন। লতার পরিচালনায় ভিডিওটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে লোকেশন। বান্দরবনের মনোরম লোকেশনে চিত্রায়িত হয়েছে মিউজিক ভিডিওটি। সব মিলিয়ে দারুণ কাজ হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।  

ভিডিওটি বৃহস্পতিবার (২৯ নভেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৮ নভেম্বর, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।