ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছাড়পত্র পেল ‘দহন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
ছাড়পত্র পেল ‘দহন’

বিনা কর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সরবোর্ডের ছাড়পত্র পেলো আলোচিত ছবি ‘দহন’।

সোমবার (২৬ নভেম্বর) ছাড়পত্র পাওয়া এ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম-পূজা, জাকিয়া বারী মম, তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, শিমুল খান প্রমুখ।

রায়হান রাফি পরিচালিত এবং জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটির প্রেক্ষাপট রাজনৈতিক অস্থিরতা।

সম্প্রতি ছবিটির একটি গান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠে। এ বিষয়টি ঘিরে ছাড়পত্র জটিলতা নিয়ে কিছুটা শঙ্কায় ছিলেন ‘দহন’ সংশ্লিষ্টরা।

সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি দেখে বেশ মুগ্ধতা প্রকাশ করেন এবং বিনা কর্তনে ছাড়পত্র দেন।

সেন্সর বোর্ডের সদস্য ইফতেখার উদ্দিন নওশাদ ছবিটি প্রসঙ্গে বলেন,  ছবিটির গল্প চমৎকার। দারুণ কাজ হয়েছে। এমন ছবি আরও বেশি হওয়া দরকার।

জানা গেছে, ছবিটির সমালোচিত গান ‘হাজীর বিরিয়ানি’র পরিবর্তন আনা হয়েছে।

৩০ নভেম্বর প্রাথমিক অবস্থায় ছবিটি ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। এরপর দেশের দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলে জাজ-মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে।  

দেশের বাইরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যেও ছবিটি মুক্তির কথা রয়েছে।

বাংলাদেশ সময়:১৭৪৫ ঘণ্টা, ২৭ নভেম্বর ২০১৮।
ওএফবি/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।