ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কাজী হায়াতের পঞ্চাশতম সিনেমায় শাকিব খান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৮
কাজী হায়াতের পঞ্চাশতম সিনেমায় শাকিব খান কাজী হায়াৎ ও শাকিব খান।

দেশবরেণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। সিনেমা নির্মাণে অসাধারণ অবদান স্বরূপ ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন গুণী এই নির্মাতা। এরই মধ্যে তার হাত ধরে এসেছে ৪৯টি সিনেমা।

এবার ৫০তম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সিনেমার নাম ‘বীর’।

তার এই সিনেমাতে থাকছেন ঢালিউড কিং খ্যাত দেশসেরা নায়ক শাকিব। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন মৌমিতা মৌ।

অভিনয়ের পাশাপাশি মোহাম্মদ ইকবালের সঙ্গে যৌথভাবে সিনেমাটির প্রযোজনায়ও থাকছেন শাকিব।

এর মাধ্যমে ২০১৯ সালের প্রথম ছবি হিসেবে কাজ করবেন খান শাকিব।

মজার খবর হলো, সিনেমাটিতে শাকিবের কণ্ঠে থাকছে গান। দেশ সেরা নায়ক ছবিটিতে অভিনয়-প্রযোজনার পাশাপাশি পুঁথি ঘরানার একটি গানে কণ্ঠ দেবেন।

আগামী সপ্তাহে মগবাজারের একটি স্টুডিওতে এই পুঁথি পাঠের রেকর্ড হবে। এটি রচনা করেছেন ছবির পরিচালক কাজী হায়াৎ নিজেই। এছাড়া সিনেমাটির গল্প এবং চিত্রনাট্যও তার তৈরি করা।

এ প্রসঙ্গে শাকিব খান জানান, এর মাধ্যমে বছরের (২০১৯) প্রথম চলচ্চিত্র হিসেবে এতে কাজ করবেন তিনি। মূলত কাজী হায়াতের ৫০তম ছবিতে কাজ করার ইচ্ছে থেকেই এটি প্রযোজনায় এসেছেন তিনি।

সিনেমাটিতে শাকিব খানকে একজন সাইকো হিসেবে দেখা যাবে। মাদক ও সন্ত্রাস বিরোধী গল্পে এটি নির্মিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘন্টা, ২৭ নভেম্বর ২০১৮
ওএফবি/এপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।