ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পুলিশ হচ্ছেন সোনম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
পুলিশ হচ্ছেন সোনম! সোনম কাপুর

‘সঞ্জু’, ‘প্যাডম্যান’ ও ‘ভীরে দি ওয়েডিং’ সিনেমার পর বলিউড অভিনেত্রী সোনম কাপুর বেশকিছু নতুন সিনেমায় অভিনয় করছেন। এরমধ্যে একটি হচ্ছে ‘এক লাড়কি কো দেখা তো অ্যাইসা লাগা’। এতে তিনি পর্দা ভাগ করছেন অনিল কাপুর, রাজকুমার রাও ও জুহি চাওলার সঙ্গে।

এই সিনেমাটি ছাড়াও এই অভিনেত্রীর নতুন আরেকটি সিনেমার খবর জানা গেলো। নিখিল আদভানি পরিচালিত ক্রাইম থ্রিলার ঘরনার একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি ‘নির্জা’খ্যাত এই তারকা।

আর এতে সোনমকে পাওয়া যাবে পুলিশ অফিসারের চরিত্রে।

সূত্র জানায়, সম্প্রতি সিনেমাটি অভিনয়ের জন্য সোনমকে নিশ্চিত করা হয়েছে। খুব শিগগিরই নাম ঠিক না হওয়া সিনেমাটির শুটিং শুরু হবে। তবে এতে তার বিপরীতে কে অভিনয় করবেন তা এখনো ঠিক হয়নি।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।