ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রুপঙ্কর বাগচীর সঙ্গে গাইলেন স্বীকৃতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
রুপঙ্কর বাগচীর সঙ্গে গাইলেন স্বীকৃতি রুপঙ্কর বাগচী ও স্বীকৃতি

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী রুপঙ্কর বাগচীর সঙ্গে প্রথমবার গাইলেন দেশীর শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী শাহনাজ স্বীকৃতি। তাদের দ্বৈত কণ্ঠের গানটি ‘কাঠের পুতুল’ শিরোনামে প্রকাশ পাবে।

‘আমার আকাশ মেঘলা কালো/তোমার আকাশ নীল/এক ভুবনের দুই বাসিন্দা/খুব বেশি গড়মিল’- এমন কথার গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন রবিন ইসলাম।

রুপঙ্করের সঙ্গে প্রথমবার গান গাওয়া প্রসঙ্গে স্বীকৃতি বলেন, রুপঙ্কর দাদা অনেক গুণী সঙ্গীতশিল্পী।

তিনি কলকাতার পাশাপাশি আমাদের দেশের অনেক বড় বড় তারকা সঙ্গে কাজ করেছেন। তার সঙ্গে প্রথমবার আমিও কাজ করলাম, এটা সত্যিই আনন্দের। গানটিও খুব ভালো হয়েছে। আশা করছি শ্রোতাদের মাঝেও মুগ্ধতা ছড়াবে।

এরইমধ্যে ঢাকার বিভিন্ন নয়নাভিরাম দৃশ্যায়নে গানটির শুটিং হয়েছে। এতে মডেল হয়েছে- অপু, ফিনহা ও শশী। এছাড়া স্টুডিও গায়কীতে দেখা যাবে রুপঙ্কর-স্বীকৃতিকে।

সম্প্রতি কলকাতার লেক টাউনের একটি স্টুডিওতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন রুপঙ্কর বাগচী-শাহনাজ স্বীকৃতি।

গানটির প্রকাশকাল এখনো নিশ্চিত হয়নি। তবে নতুন বছরের শুরুর দিকে এটি প্রকাশের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন সঙ্গীতায়োজক রবিন।

এছাড়া সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান সঙ্গীতা থেকে রুপঙ্করের ‘চাইছি তোকে’ শিরোনামের গানটি ভিডিওতে প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।