ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রথমবার একসঙ্গে গাইলেন শান-সুমনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
প্রথমবার একসঙ্গে গাইলেন শান-সুমনা শান-সুমনা

কন্যারে খ্যাত সঙ্গীতশিল্পী শান। তার গানের আলাদা একটা ঘরানা রয়েছে। সঙ্গীতশিল্পের এই অস্থির সময়েও তিনি ভালো কথা ও সুরে গান করার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। শান গান গাওয়ার পাশাপাশি নিয়মিত সুর-সঙ্গীতও পরিচালনা করছেন। কাজ করেছেন অনেক গুণী শিল্পীর সঙ্গেও।

এবার শান প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সুমনা মুখার্জির সঙ্গে ‘মা’ শিরোনামে একটি গান করেছেন। গানটির কথা লিখেছেন মৌ মধুবন্তী।

সুর-সঙ্গীতায়োজন করেছেন শান নিজেই। মিক্স-মাস্টার করেছেন রেজওয়ান সাজ্জাদ।

গানের কথা—‘আমার গানের কলি দিয়ে ধুয়ে দিব মা/তোমার দুটি পায়ের পাতা/রাগ করো না মাগো/রাগ করো না। ’

গানটি প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে শান বাংলানিউজকে বলেন, এটিই সুমনার সঙ্গে আমার প্রথম কাজ। ‘মা’ শিরোনামের গান দিয়ে তার সঙ্গে শুরু করলাম। এটি আসছে ১ ডিসেম্বরে অহর্নিশ অডিওর ইউটিউব চ্যানেলে লিরিক্যাল ভিডিওতে প্রকাশ পাবে। পরবর্তীতে ভিডিওর পরিকল্পনা করবো।  
সম্প্রতি তারেক আনন্দের কথায় ‘চক পেন্সিল’ শিরোনামে শানের একটি একক গান প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশ পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
ওএফবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।