ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রেডিও ক্যাপিটালে শুনুন হিরো আলমের জানা-অজানা গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৮
রেডিও ক্যাপিটালে শুনুন হিরো আলমের জানা-অজানা গল্প ‘ভালোবাসা উইথ গুরু এহতেশাম’ অনুষ্ঠানে আসছেন হিরো আলম

সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ হিরো আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির হয়ে লড়তে মনোনয়ন কেনায় সম্প্রতি আবার আলোচনায় এসেছেন তিনি।

বিভিন্ন সংবাদমাধ্যম থেকে ডাক পড়ছে তার। সেই ধারাবাহিকতায় এবার হিরো আলমের ডাক পড়েছে ক্যাপিটাল এফএম 94.8-এ।

‘ভালোবাসা উইথ গুরু এহতেশাম’ শীর্ষক অনুষ্ঠানে হিরো আলম জানাবেন তার জানা-অজানা নানা গল্প।

বৃহস্পতিবার (২২ নভেম্বর) রাত ১১টায় ক্যাপিটাল এফএমে ‘ভালোবাসা উইথ গুরু এহতেশাম’ শুরু হবে। অনুষ্ঠানের মাধ্যমে আলমের বিষয়ে কিছু জানতে হলে এসএমএস করা যাবে। আর লাইভ ফোন কলের জন্য ০২৫৫০৩৬৬৫৯ নম্বরে যোগাযোগ করতে হবে।

ফেসবুক লাইভের জন্য চোখ রাখতে হবে ক্যাপিটাল এফএমের অফিসিয়াল ফেসবুক পেজে। দেশের অন্যান্য অঞ্চল ও প্রবাস থেকেও শুনতে চাইলে লগ ইন করতে হবে www.radiocapital.fm ঠিকানায়।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৮
ওএফবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।