ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তরুণদের কাছে পর্বতারোহণ জনপ্রিয় করতে আসছে ‘জবরদাস্ত’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
তরুণদের কাছে পর্বতারোহণ জনপ্রিয় করতে আসছে ‘জবরদাস্ত’ ‘জবরদাস্ত’র প্রিমিয়ার শো

তরুণ প্রজন্মের কাছে রোমাঞ্চকর পর্বতারোহণ আরও জনপ্রিয় করতে বছরের অন্যতম অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা ‘জবরদাস্ত’র প্রিমিয়ার শো হতে যাচ্ছে এবার বাংলাদেশে। প্রায় ২৪টি দেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শিত হয়েছে। 

পর্বতারোহীদের কমিউনিটি অদ্রির আয়োজনে আগামী শুক্রবার (২৩ নভেম্বর) বিকেল ৫টায় ঢাকার ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের ‘নুভেল ভগ’ অডিটরিয়ামে প্রদর্শিত হবে সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন ৩২ বছর বয়সী জেরম ট্যানন।

পৃথিবীর অন্যতম দুর্গম স্থান পাকিস্তানের কারাকোরাম পর্বতমালার গভীরে লুকিয়ে থাকা ৫ হাজার ৮৫০ মিটার উচ্চতার অনিন্দ্য সুন্দর পর্বত ‘বিয়াচেরাহি’কে ঘিরে একদল ফরাসি পর্বতারোহীর অভিযানকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত।  

অনুষ্ঠানটি আয়োজনে সহযোগী হিসেবে আছেন ফরাসি সংস্কৃতি বিকাশ কেন্দ্র আলিয়ঁস ফ্রঁসেজ, পিক সিক্সটি নাইন, নেচার অ্যাকুয়াটিকস, বাংলাদেশ অ্যাডভেঞ্চার অ্যান্ড ট্যুরিজম সোসাইটি (ব্যাটস) এবং পাহাড়ন।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৮
কেএআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।