ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আথিয়ার ক্যারিয়ারের দায়িত্ব সালমানের!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
আথিয়ার ক্যারিয়ারের দায়িত্ব সালমানের! সালমান খান ও আথিয়া শেঠী

আগেই সালমান খানের হাত ধরে বলিউডে নাম লিখিয়েছেন অভিনেতা সুনীল শেঠীর মেয়ে আথিয়া শেঠী। এবার সুনীল শেঠীর ছেলে আহান শেঠীও আসছেন বলিউডে। মিলন লুথিয়ার পরিচালনায় একটি সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করবেন সাজিদ নাদিয়াদওয়ালা।

তিন বছর আগে (২০১৫) সুভাষ ঘাই পরিচালিত ‘হিরো’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন আথিয়া। সিনেমাটির সহযোগী প্রযোজক ছিলেন সালমান খান।

হিরো সিনেমায় আথিয়ার বিপরীতে অভিনয় করেছিলেন আদিত্য পাঞ্চালির ছেলে সুরাজ পাঞ্চালি।

সুনীল শেঠী ও আদিত্য পাঞ্চালিকে তাদের ছেলেমেয়েদের বলিউডে নিয়ে আসবেন বলে সালমান কথা দিয়েছিলেন। সে কথা তিনি রেখেছেন।  

তখন থেকেই সালমানের সঙ্গে সিনেমাতে কাজ করার জন্য মুখিয়ে আছেন আথিয়া। এবার আথিয়ার অপেক্ষার পালা শেষ হচ্ছে। ইতোমধ্যে সালমান খান তার একটি প্রজেক্টের জন্য আথিয়াকে বেছে নিয়েছেন। সূত্রের মতে, সালমান মনে করেন আথিয়ার ক্যারিয়ারের দায়িত্ব সালমানেরই।

আথিয়ার মতো সুরাজকেও আরেকটি সিনেমায় দেখা যাবে। আর এই সিনেমায় সুরাজের বিপরীতে আসছেন নতুন মুখ ক্যাটরিনা কাইফের বোন ইসাবেলা।  

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৮
ওএফবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।