ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মাদাম তুসোয় দীপিকার মূর্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
মাদাম তুসোয় দীপিকার মূর্তি দীপিকা পাড়ুকোন

বিয়ে সম্পন্ন হতে না হতেই দীপিকা পাড়ুকোন’র জন্য হাওয়ায় উঠে এলো সুখোবার্তা।
 

আগামী বছর (২০১৯) মাদাম তুসোর মিউজিয়াম উদ্বোধন করতে যাচ্ছে দীপিকার মোমের মূর্তি।
 
যদিও চলতি বছরের জুলাই মাসে মূর্তি তৈরির ঘোষণা দেওয়া হয়েছিলো।

কিন্তু কবে সেটি উদ্বোধন হবে তা জানানো হয়নি। তবে শুক্রবার (১৬ নভেম্বর) নিশ্চিত করা হয়েছে নতুন বছরেই মাদাম তুসোয় উঠছে দীপিকার মূর্তি।  
 
নিঃসন্দেহে এ প্রাপ্তি দীপিকার মুকুটে নতুন পালক। বলিউড, হলিউডের বড় বড় তারকার সঙ্গে থাকবে দীপিকার মূর্তি। যা কিনা নববধূকে এ বিখ্যাত মিউজিয়ামের তরফ থেকে ওয়েডিং গিফট বলে মনে করছে টিনসেল টাউন।  
 
অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও শাহরুখ খানের পর এ অর্জনে এবার যুক্ত হলেন দীপিকা।  
 
এদিকে, যখন লন্ডন থেকে উড়ে এসেছে সুখবর, ইতালির লেক কোমো থেকে তখন ফের ভাইরাল আরও একটি ছবি। যে ছবির পাত্র-পাত্রীর আদতে এতো বড় আয়োজনের নেপথ্য শিল্পী, যারা পোজ দিয়েছেন নবদম্পতির সঙ্গে।
 
ইতোমধ্যেই দীপিকার রসিক শ্বশুর জগজিৎ সিংহ পরিবারে নববধূকে স্বাগত জানাতে গিয়ে বলে ফেলেছেন, ‘ইয়ে দিওয়ানি আব ভাবনানি হো গায়ি’। বলাই যায় দুই পরিবারে এখন দখিনা হাওয়া বইছে।  
 
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৮
ওএফবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।