ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

অপূর্ব-রাইমাকে নিয়ে ধ্রুব আনলেন ‘তোমার উঁকিঝুঁকি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
অপূর্ব-রাইমাকে নিয়ে ধ্রুব আনলেন ‘তোমার উঁকিঝুঁকি’

এসময়ের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী ধ্রুব গুহ। ‘যে পাখি ঘর বুঝে না’খ্যাত এ শিল্পীর একাধিক গান রয়েছে কোটি ভিউ’র।

শ্রোতাপ্রিয়তার ধারাবাহিকতায় শুক্রবার (১৬ নভেম্বর) বিকেল ৫টায় ডিএমএস’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ধ্রুব গুহের নতুন গান ‘তোমার উঁকিঝুঁকি’।
 
‘আমার একলা প্রতি রাতে/উদাসী ভাবনাতে/আজো তোমার উঁকিঝুঁকি’- এমন কথার গানটি লিখেছেন তারিক তুহিন।

সুর করেছেন আহমেদ হুমায়ূন। সঙ্গীতায়োজন করেছেন তরিক। ভিডিওটি নির্মাণ করেছেন অরিত্র কর্মকার।
 
ধ্রুব গুহের প্রতিটা গানেই গল্পনির্ভর বিগ বাজেটের ভিডিও নির্মিত হয়। এগুলোর সঙ্গে এবার যোগ হচ্ছে বিশেষ চমক।
 
কী সেই চমক? ধ্রুব’র আগের গানগুলোতে দেশি তারকারা মডেল হলেও এবার হাজির হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় নায়িকা রাইমা সেন। তার সঙ্গে রয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা অপূর্ব।  

গানটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন ধ্রুব গুহ’সহ সংশ্লিষ্ট সবাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ফেললেই সেটি বোঝা গেছে।
 
ধ্রুব গুহ বলেন,  ‘বাংলা গানের প্রসার আরও বাড়ানোর লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সেই ভাবনা থেকে মনে হলো, রাইমা সেনকে ভিডিওটিতে নেওয়া গেলে তার ফ্যান-ফলোয়ারদের কাছেও গানটি পৌঁছাবে। ’

তিনি আরও বলেন, ‘সুচিত্রা সেনের অভিনয়ের ভক্ত আমি। তার নাতনি রাইমা। সে বিষয়টিও মাথায় ছিল। রাইমা তার সর্বোচ্চটা দিয়ে কাজটি করেছেন। অপূর্বর সঙ্গে জুটি হিসেবে মানিয়েছেও বেশ। আশা করি কাজটি সবার উপভোগ্য হবে। ’বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
ওএফবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।