ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেখ সাদীর ‘ললনা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
শেখ সাদীর ‘ললনা’ শেখ সাদী ও ননি

ফেসবুক-ইউটিউবে ভালোই জনপ্রিয় তরুণ গায়ক শেখ সাদী। অন্যের গান নয়, বরাবরই নিজের কথা-সুরে গান তৈরি করে প্রকাশ করে আসছেন বিভিন্ন অনলাইন ভিডিও শেয়ারিং মাধ্যমে।

এবার এই তরুণের নতুন গান প্রকাশ পেলো সিএমভি’র ব্যানারে। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেল শেখ সাদীর গান-ভিডিও ‘ললনা’।

যথারীতি গানটির কথা-সুর-কণ্ঠ দিয়েছেন সাদী নিজেই। মেহেদী হাসান লিমনের সার্বিক তত্ত্বাবধানে গানটির সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। নির্মিত হয়েছে ব্যয়বহুল একটি মিউজিক ভিডিও। সৈকত রেজার নির্মাণে এতে মডেল হয়েছেন শেখ সাদী নিজেই। তার সঙ্গে ‘ললনা’ রূপে আছেন মারিয়া ননি।

গানটির কথা-ও ললনা ও ললনা তুমি আমার মনটা বোঝ না/ ও ললনা তোমার সাথে আমার বনে না/ ও ললনা নাটক বোঝ আবেগ বোঝ না।

এ প্রসঙ্গে শেখ সাদী বলেন, এত দ্রুত আমার মিউজিক ভিডিও তৈরি ও রিলিজ হবে সেটা প্রত্যাশা করিনি। সবার দোয়া-ভালোবাসায় আমি ভালো কিছু করতে চাই। আশা করছি মিউজিক ভিডিওটি দেখে মুগ্ধ হবেন সবাই।

**'ললনা' গানের ভিডিওবাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।