ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আসছে কুমার শানুর দুই গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৮
আসছে কুমার শানুর দুই গান কুমার শানু

উপমহাদেশের মেলোডি কিং খ্যাত সঙ্গীতশিল্পী কুমার শানু ক্যারিয়ারের শুরু থেকে বিভিন্ন সময়ে বাংলাদেশের সিনেমা ও অডিও মাধ্যমে গান করে আসছেন।

ভারতের বিভিন্ন ভাষার গানের পাশাপাশি বাংলাদেশেও তার গানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি তিনি রবিন ইসলামের কথা, সুর ও সঙ্গীতে দুটি গানে কণ্ঠ দিয়েছেন।

গান দুটি-‘আচ্ছা আলো’ এবং ‘তোকে ছাড়া’ শিরোনামে প্রকাশ পাবে।

এ প্রসঙ্গে রবিন ইসলাম বাংলানিউজকে বলেন, নিজের গান সম্পর্কে সবাই ভালো বলে। তাই শানু দার কণ্ঠের গান দুটি নিয়ে ভালো-মন্দ কিছু বলতে চাচ্ছি না। আমি চাই শ্রোতারা গানগুলো যেনো শোনেন। তারপর শ্রোতারাই গানের মানদণ্ড বিচার করুক।

গান দুটির প্রকাশকাল সম্পর্কে রবিন এখনো নিশ্চয়তা দিতে পারেননি। তবে নতুন বছরের শুরুর দিকে প্রকাশের আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। কিছুদিনের মধ্যেই গান দুটির ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন এই সঙ্গীত পরিচালক।

এর আগে গত বছরের (২০১৭) ঈদুল আযহায় ‘আয়না’ শিরোনামে কুমার শানু’র সর্বশেষ গান সিডি চয়েস থেকে প্রকাশিত হয়েছিলো।

বাংলাদেশ: ১৬২১ ঘণ্টা, ১৪ নভেম্বর ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।