ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কাঞ্চন-চম্পার নাটক ‘সোনালী দিন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
কাঞ্চন-চম্পার নাটক ‘সোনালী দিন’ ইলিয়াস কাঞ্চন ও চম্পা

সিনেমায় জুটি বেঁধে বড় পর্দা মাতিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও চিত্রনায়িকা চম্পা। এবার এই জুটিকে পাওয়া যাচ্ছে ছোট পর্দায়।

নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন কাঞ্চন-চম্পা। মাতিয়া বানু শুকুর রচনায় ‘সোনালী দিন’ নাটকটি পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী।

তারকাবহুল ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন অভিনেত্রী তারিন, ভাবনা, অহনা, তাসনুভা তিশা, ডলি জহুর, নওশাবা, রোজী সিদ্দিকী, অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, তৌকির আহমেদ, সৈয়দ হাসান ইমাম, তৌসিফ, শতাব্দী ওয়াদুদ, প্রাণ রায় প্রমুখ।

‘সোনালী দিন’ মঙ্গলবার (১২ নভেম্বর) থেকে বাংলাভিশনের পর্দায় প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।