ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়নপত্র কিনলেন ডিপজল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
ঢাকা-১৪ আসনের জন্য মনোনয়নপত্র কিনলেন ডিপজল মনোয়ার হোসেন ডিপজল

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ (সাভারের কাউন্দিয়া-মিরপুর-শাহআলী-দারুস সালাম) আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র কিনেছেন জনপ্রিয় চিত্রাভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।

শনিবার (১০ নভেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ডিপজলের ব্যক্তিগত সহকারী জাকির হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, ডিপজল সাহেবের পক্ষ থেকে আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।

আমাদের বিশ্বাস দল মনোনয়ন দেবেন।

দীর্ঘ প্রায় চার দশক ধরে ডিপজল চলচ্চিত্রে অভিনয় করছেন, পেয়েছেন খ্যাতি। এর আগে বেশ কয়েকবার স্থানীয় কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।