ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ-শাহরুখ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অমিতাভ-শাহরুখ অমিতাভ বচ্চন ও শাহরুখ খান

নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে।

শনিবার (১০ নভেম্বর) উদ্বোধনী উৎসবে যোগ দিয়েছেন বলিউড তারকা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান ও মহেশ ভাটের মতো অতিথিরা।

১১ নভেম্বর থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

অমিতাভ ও শাহরুখের মত তারকার উপস্থিতিতে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান তারায় তারায় মুখরিত হয়ে উঠেছে।

লাল শাড়িতে ঋতুপর্ণা সেনগুপ্ত থালা ধরেন, পাশে ছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জয়া বচ্চন, ওয়াহিদা রহমান। তারা প্রদীপ জ্বেলে ও ফুল ছড়িয়ে উদ্বোধন করেন। সমস্ত আয়োজনের দায়িত্ব কাঁধে নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

অনুষ্ঠানে শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘জিরো’র ট্রেলার দেখানো হয়।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ১০ নভেম্বর ২০১৮
ওএফবি/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।