ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রবীর মিত্র-কুদ্দুস বয়াতি-নূতনকে প্রধানমন্ত্রীর অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
প্রবীর মিত্র-কুদ্দুস বয়াতি-নূতনকে প্রধানমন্ত্রীর অনুদান

ঢাকা: প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র, অভিনেত্রী বেগম কানিজ ফাতেমা জলি, অভিনেত্রী নূতন ও লোকশিল্পী কুদ্দুস বয়াতিসহ ক্রীড়া সংগঠক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাদের মাঝে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অতি দরিদ্র রোগী কল্যাণ তহবিলে ১০ কোটি টাকা অনুদান দেন। এছাড়া প্রবীর মিত্রকে ২৫ লাখ টাকা, কানিজ ফাতেমা জলিকে ২৫ লাখ টাকা, অভিনেত্রী নূতনকে ২০ লাখ টাকা এবং লোকশিল্পী কুদ্দুস বয়াতিকে ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৮
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।