ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন অভিযানে 'অফিসার' নিরব!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
নতুন অভিযানে 'অফিসার' নিরব! নিরব হোসেন

আইনশৃঙ্খলা বাহিনীর একটি ‘বিশেষ দল’র হয়ে কাজ করছেন অফিসার স্বাধীন মাহমুদ। গভীর জঙ্গলে শুরু হয়েছে তাদের নতুন একটি অভিযান। উদ্দেশ্যে অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা!

তবে এই ঘটনা বাস্তব নয়, সিনেমার! সম্প্রতি ‘অফিসার রিটার্নস’ সিনেমার এমন একটি দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা নিরব হোসেন। এতে অফিসার স্বাধীন মাহমুদের চরিত্রে অভিনয় করছেন তিনি।

বুধবার (০৭ নভেম্বর) সিনেমাটির শুটিংয়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন এ অভিনেতা।

এ প্রসঙ্গে নিরব বাংলানিউজকে বলেন, ‘অফিসার রিটার্নস’ সিনেমায় ভিন্ন রকম একটি চরিত্রে অভিনয় করছি। যেখানে আমাকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ দলের অফিসার রূপে দেখা যাবে।

‘আমার কাছে মনে হয় প্রেক্ষাগৃহে যেয়ে যারা সিনেমা দেখেন, তারা সিনেমাটি অনেক পছন্দ করবেন। কারণ যুগের সঙ্গে তাল মিলিয়ে এটি নির্মিত হচ্ছে’, যোগ করে বলেন ‘গেমস রিটার্নস’খ্যাত তারকা।

এ সিনেমায় নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন জলি।

গত ১ নভেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়েছেন। ঢাকা ও গাজীপুরে শেষ হয়েছেন প্রথম লটের কাজ। জানা যায়, শিগগিরই শুরু হবে দ্বিতীয় লট।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।