ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মালায়ালাম পরিচালকের ছবিতে ঋষি-ইমরান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
মালায়ালাম পরিচালকের ছবিতে ঋষি-ইমরান ঋষি কাপুর ও ইমরান হাশমি

‘মার্ডার ২’, ‘রাজ ৩’ ও ‘এক থি ডায়ান’সহ বেশকিছু ছবির পর আবারও ক্রাইম-হরর থ্রিলার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ইমরান হাশমি। ছবিটি নির্মাণ করবেন মালায়ালাম পরিচালক জিতু জোসেফ।

হাশমির সঙ্গে একই ছবিতে অভিনয় করবেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুর। তবে ছবিটিতে দু’জনের চরিত্র সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

জিতু জোসেফ মালায়ালাম ‘দৃশ্যম’ ছবিটি নির্মাণ করে ব্যাপক প্রশংসা পান। ছবিটি বলিউডেও রিমেক হয়। নাম ঠিক না হওয়া নতুন ছবিটি দিয়ে এই নির্মাতা বলিউডে পা রাখছেন। এটি প্রযোজনা করছে ভায়াকম ১৮ ও আজুর ইন্টারটেইনমেন্ট।

ইমরান হাশমি বর্তমানে ‘চিট ইন্ডিয়া’ ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ‘জান্নাত’ খ্যাত এই অভিনেতা ছবিটির প্রযোজকও। ২০১৯ সালের ২৫ জানুয়ারি ছবিটি মুক্তি পাবে।  

এদিকে ঋষি কাপুর ‘১০২ নট আউট’ ছবি নিয়ে পর্দায় হাজির হচ্ছেন। আগামী ৪ মে ছবিটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।