ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

তৌসিফের ‘কাঁচের পুতুল’ নাদিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
তৌসিফের ‘কাঁচের পুতুল’ নাদিয়া ‘কাঁচের পুতুল’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তৌসিফ মাহবুব ও নাদিয়া খানম

সামান্য অসাবধানতায় ‘কাঁচের পুতুল’ ভেঙে চুরমার হয়ে যেতে পারে। সম্পর্কের বিষয়টিও ঠিক তেমনই। দু’টিই জিনিসের মধ্যেই দারুণ মিল রয়েছে। নির্মাতা মাসুম রুবেল তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাঁচের পুতুল’র মধ্যে দিয়ে এ বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছেন।

এতে অভিনয় করেছেন ছোট পর্দায় জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও নাদিয়া খানম। আরো অভিনয় করেছেন নবাগত শুভ্র বিশ্বাস।

রাহাত বাপ্পির মূল ভাবনায় স্বল্পদৈর্ঘ্যটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন শিশির সিক্ত।

এ প্রসঙ্গে মাসুম রুবেল বাংলানিউজকে বলেন, স্বাভাবিক জীবনের একটি অপরিচিত গল্পের চলচ্চিত্র ‘কাঁচের পুতুল’। দু’টি মনের নিশ্চুপ ভালোবাসার চিত্র এতে তুলে ধরার চেষ্টা করেছি। চলচ্চিত্রটি সবার ভালো লাগলেই আমরা সার্থক হবো।

রোববার (১৮ ফেব্রুয়ারি) টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ভিডিও গান ‘চোখের জল’। কথা লেখার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ নাফিস। রাকিব মিডিয়াটেক প্রডাকশনের ব্যানারে একই চ্যানেলে ২৫ ফেব্রুয়ারি ‘কাঁচের পুতুল’ প্রকাশ পাবে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
জেআইএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।