ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমির নন, নভোচারী হচ্ছেন শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
আমির নন, নভোচারী হচ্ছেন শাহরুখ! শাহরুখ খানকে ‘স্যালুট’ চলচ্চিত্রে নেওয়ার পরামর্শ দিয়েছেন আমির খান

ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহাকাশচারী রাকেশ শর্মার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন মহেশ মাথাই। ‘স্যালুট’ নামের ছবিটিতে অভিনয় করার কথা ছিলো ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের। তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। আমির খানের জায়গায় বায়োপিকটিতে নাকি অভিনয় করতে যাচ্ছেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান। 

এ বিষয়ে আমির বা শাহরুখের কোনো বক্তব্য পাওয়া না গেলেও সূত্র বলছে, আমির খানের পরামর্শেই নাকি রাকেশ শর্মার বায়োপিকটিতে ‘বাজিগর’কে নেওয়া হচ্ছে। তবে তার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো জানা যায়নি।

 

সূত্র মতে, নির্মাতার সঙ্গে আলাপের পর শাহরুখ নিজেই চাইছেন সেপ্টেম্বরে ছবিটির শ্যুটিং করতে। কারণ, এর দু’মাস পর তাকে ‘জিরো’ ছবির প্রচারণা চালাতে হবে। ডিসেম্বরে মুক্তি পাবে ‘জিরো’। পরের বছরে জানুয়ারিতে ‘এসআরকে’ আবার ‘স্যালুট’ চলচ্চিত্রের শ্যুটিংয়ে অংশ নেবেন।

সেপ্টেম্বরে ‘স্যালুট’র শ্যুটিং শুরু হলে ২০১৯ সালে এটি মুক্তি পেতে পারে।

ভারতের আইএসআরও এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ইন্টারকসমসের মহাকাশ প্রকল্পের অংশ হিসেবে ভারতের প্রথম নভোচারী হন রাকেশ। মহাকাশ থেকে টিভি সম্মেলনে ইন্দিরা গান্ধীর প্রশ্নের উত্তরে দেশপ্রেমের কথা বলে ভারতবর্ষের মন জেতেন রাকেশ।  

রাকেশকে প্রশ্ন করা হয়, মহাকাশ থেকে ভারত দেখতে কেমন? উত্তরে তিনি বলেছিলেন, ‘পৃথিবীর মধ্যে সেরা। ’

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।