ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাইফ কন্যার সঙ্গে সুনীল পুত্রের অভিষেক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
সাইফ কন্যার সঙ্গে সুনীল পুত্রের অভিষেক! আহান শেঠি ও সারা আলী খান

বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুনীল শেঠির ছেলে আহান শেঠির। প্রথম ছবিতেই তিনি জুটি বাঁধতে যাচ্ছেন সাইফ আলী খানের কন্যা সারা আলী খানের সঙ্গে। এমনই গুঞ্জন চলছে বলিউড পাড়ায়। 
 
 

শোনা যাচ্ছে, ছবিটি যৌথভাবে প্রযোজনা করবেন করণ জোহর ও সাজিদ নাদিয়াদওয়ালা। ধর্ম প্রোডাকশন ও নাদিয়াদওয়ালা অ্যান্ড গ্র্যান্ড সন্স’র ব্যানারে ছবিটি নির্মিত হবে।

গত বছর ছবিতে অভিনয় করার বিষয়ে বেশ কয়েকবার খবরের শিরোনাম হয়েছেন আহান শেঠি। তখন সুনীল জানান, তার ছেলে বলিউডের জন্য তার কাছ থেকেই প্রশিক্ষণ নেওয়া শুরু করেছেন।  

তবে আহানের অভিষেক ছবির ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।

এদিকে অভিষেক কাপুর পরিচালিত ‘কেদারনাথ’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে সারা আলী খানের। এতে তার বিপরীতে থাকছেন সুশান্ত সিং রাজপুত। ছবিটি আগামী ২৩ নভেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।