ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আমার সময়ে তুমি এলে না কেনো?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
আমার সময়ে তুমি এলে না কেনো? ঋষি কাপুর ও প্রিয়া প্রকাশ ওয়ারিয়র

রীতিমতো সেনসেশনে পরিণত হয়েছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। চোখের এক্সপ্রেশন ও মুখের হাসি দিয়ে ঘায়েল করেছেন অসংখ্য ভক্তকে। সে তালিকায় আছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরও।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে প্রিয়াকে নিয়ে একটি টুইট করেন ঋষি। সেখানে এক সময়ের ‘চকলেট বয়’ খ্যাত তারকা লিখেছেন, ‘আমি প্রেডিক্ট করছি এই মেয়ে একদিন বড় তারকা হবে।

ওর এতো এক্সপ্রেশন অথচ একেবারে নিষ্পাপ। প্রিয়া তুমি তোমার সমসাময়িক সব অভিনেত্রীদের ছাপিয়ে যাবে। সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন। ’

এরপর মজা করে ‘অমর আকবর অ্যান্থনি’খ্যাত এই তারকা আরও লিখেছেন, ‘আমার সময়ে তুমি এলে না কেনো?

দক্ষিণী সিনেমা ‘অরু আদার লাভ’-এর একটি গান অনলাইনে প্রকাশের পরপরই ঘটনার সূত্রপাত। এতে প্রিয়ার ভ্রু নাচানো ও চোখের পলক ফেলা হৃদয় কেড়ে নিয়েছে অসংখ্য নেটবাসীর। রাতারাতি খ্যাতি পেয়ে গেছেন ১৮ বছরের এই মালায়ালাম অভিনেত্রী।

জনপ্রিয়তা এমন শীর্ষে গিয়েছে যে ভারতে গুগল সার্চে সানি লিওনকেও ছাপিয়ে গেছেন প্রিয়া। ভারতজুড়ে তাকে সবচেয়ে বেশি খোঁজা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।