ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এপ্রিল নয়, জুনে সোনমের বিয়ে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এপ্রিল নয়, জুনে সোনমের বিয়ে সোনম কাপুর ও আনন্দ আহুজা

২০১৬ সালের শুরুতে মুম্বাই ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে পরিচয় হয় সোনম কাপুরের। এরপর থেকেই শুরু হয় তাদের মন দেওয়া-নেওয়া। তবে মিডিয়ার চোখকে ফাঁকি দিতে পারেননি এ জুটি। কয়েক দিন আগে তাদের অভিসারের কথা ফাঁস করে দেয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

শোনা গিয়েছিলো- আগামী এপ্রিলেই সাতপাকে বাঁধা পড়ছেন সোনম-আনন্দ জুটি। ঘরোয়া পরিবেশে হবে বিয়ের অনুষ্ঠান।

যেখানে উপস্থিত থাকবে ৩০০ অতিথি।

কিন্তু এপ্রিলে নয়, সোনম-আনন্দের বিয়ের সানাই বাজবে আগামী জুনে। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা।

প্রকাশিত ওই প্রতিবেদনে আরও জানা যায়, সোনমের বিয়ের পোশাক ডিজাইন করবেন ভারতেন জনপ্রিয় ডিজাইনার জুটি আবু জনি ও সন্দীপ কোসলা।

‘বীরে দি ওয়েডিং’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন সোনম কাপুর। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন কারিনা কাপুর খান, সারা ভাস্করসহ প্রমুখ। আগামী ১ জুন মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।