ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

হাজার কোটির ঘরে ‘সিক্রেট সুপারস্টার’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
হাজার কোটির ঘরে ‘সিক্রেট সুপারস্টার’! ‘সিক্রেট সুপারস্টার’ ছবির পোস্টার

ইতিহাস গড়ে অনেক আগেই হাজার কোটি রুপির ব্যবসা করেছে আমির খান অভিনীত ‘দঙ্গল’। এবার সেই পথেই এগিয়ে যাচ্ছে আমিরের আরেক ছবি ‘সিক্রেট সুপারস্টার’।

গত ১৯ জানুয়ারি চীনে মুক্তি পেয়েছে ‘সিক্রেট সুপারস্টার’। সেখানেও প্রশংসা পাচ্ছে এ সিনেমাটি।

আয়ের দিক থেকেও নেহায়েত কম নয়। মুক্তির এক দিনের মধ্যেই ১০০ কোটি আয় করে নিয়েছিলো এটি। এবার হাজার কোটির ঘরে পৌঁছাতে যাচ্ছে ছবিটি।

সম্প্রতি ভারতীয় বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা টুইটারে জানিয়েছেন, ভারত ও ভারতের বাইরে মিলিয়ে বর্তমানে ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মোট আয় ৯০০ কোটি রুপি। খুব শিগগির সিনেমাটি ১ হাজার কোটি রুপির মাইলফলক স্পর্শ করবে বলে ধারণা করা হচ্ছে।

শত বাধা ডিঙিয়ে এক রক্ষণশীল পরিবারের কিশোরী মেয়ের সুপারস্টার হয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি গত বছরের ১৯ অক্টোবর মুক্তি পায় ভারতজুড়ে। তবে স্বদেশে তেমন কোনো সাড়া পাননি আমির খান। বাজিমাত করে ফেললেন চীনে।

ছবিটিতে ‘দঙ্গল’ জুটি আমির-জাইরা ছাড়াও অভিনয় করেছেন মেহের ভিজ, রাজ অর্জুন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।