ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘জান্নাত’ লুকে সাইমন-মাহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
‘জান্নাত’ লুকে সাইমন-মাহি সাইমন ও মাহি

দুজনেরই চোখ ছলছল। মাহির মাথায় সবুজ ওড়না। সাইমনের মুখ ভর্তি দাড়ি ও মাথায় সাদা টুপি। এমনইভাবে ‘জান্নাত’ ছবির ফার্স্ট লুক পোস্টারে হাজির হলেন জনপ্রিয় চিত্রনায়ক সায়মন সাদিক ও চিত্রনায়িকা মাহিয়া মাহি।

সোমবার (১২ ফেব্রুয়ারি) মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবির পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরই প্রশংসায় ভাসছে। চমৎকার পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম।

পোস্টার

এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। গান লিখছেন সুদীপ কুমার দীপ।

ছবিটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ। ‘পোড়ামন’ জুটির এই ছবিটি এখন মুক্তির প্রহর গুণছে।

এদিকে, মোস্তাফিজুর রহমান মানিক সাইমন-মাহিকে নিয়ে নির্মাণ করছেন ‘আনন্দ অশ্রু’ নামে আরেকটি নতুন ছবি। পুরো ইউনিট এখন ছবিটির শ্যুটিংয়ে ব্যস্ত আছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।