ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

করণের বাড়িতে হঠাৎ দীপিকা-রণবীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
করণের বাড়িতে হঠাৎ দীপিকা-রণবীর একইসঙ্গে দীপিকা-রণবীর

বছরের শুরুতেই দীপিকা-রণবীরকে নিয়ে গুঞ্জন রটে। ৫ জানুয়ারি দীপিকার ৩২তম জন্মদিনে নাকি তাদের বাগদান হয়ে গেছে! এখন পর্যন্ত বিষয়টি গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ।

তবে তাদের প্রেমের বিষয়টি গোপন কিছু না। হরহামেশাই তারা প্রকাশ্যে প্রেম করে বেড়ান।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে ‘রামলীলা’খ্যাত এই জুটি নির্মাতা করণ জোহরের বাড়ির সামনে ক্যামেরাবন্দি হন। ছবিতে দেখা গেছে, একই গাড়িতে পেছনের সিটে বসে দীপিকা হাস্যোজ্জ্বল মুখে রণবীরের দিকে তাকিয়ে আছেন।

রণবীরের চোখে কালো চশমা ও মাথায় টুপি। রণবীরের সঙ্গে মিল রেখে দীপিকাও চোখে কালো ফ্রেমের চশমা পরেছেন। এর আগে ‘পদ্মাবত’র বিশেষ প্রদর্শনীতে দু’জনকে হাতে হাত রেখে একসঙ্গে হলে প্রবেশ করতে দেখা গেছে। সে ছবিটি তখন বেশ আলোচনায় আসে।

একইসঙ্গে দীপিকা-রণবীর‘পদ্মাবত’ রিলিজের পর দীপিকা ও রণবীর দু’জনেই বেশ ফুরফুরে মেজাজে আছেন। ছবিটি মাত্র দুই সপ্তাহে ২০০ কোটি রূপি আয়ের মাইলফলক পার করেছে। এতে দু’জনের অভিনয় দারুণভাবে প্রশংসিত হয়েছে।

২০১৩ সালে সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘রামলীলা’ ছবিতে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন রণবীর-দীপিকা। এরপর ‘পদ্মাবত’ ছাড়াও এ জুটি কাজ করেছে ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।