ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোনাক্ষীর কাছে ক্ষমা চাইলেন সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
সোনাক্ষীর কাছে ক্ষমা চাইলেন সোনম সোনাক্ষী সিনহা ও সোনম কাপুর

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও সোনম কাপুরের মধ্যে আগে কোনদিন কোনো ঝামেলার কথা শোনা যায়নি। তবে শনিবার (১০ ফেব্রুয়ারি) দু’জনের মধ্যে বেশ বড় ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। এ কারনে টুইটারে সোনাক্ষীর কাছে ক্ষমাও চেয়েছেন সোনম।

সম্প্রতি নেহা ধুপিয়ার সঞ্চালনায় ভোগ বিএফএফ টক শো’তে হাজির হয়েছিলেন সোনাক্ষী। সেখানেই ‘দাবাং’খ্যাত এই তারকাকে বলিউডের আরেক অভিনেত্রী সোনমকে নিয়ে কিছু বলতে বলা হয়।

এসময় সোনাক্ষী বলেন, এক সময় আমার সঙ্গে বিরূপ আচরণ দেখিয়েছে সোনম এবং আমি মনে করি এটি করা তার কোনও প্রয়োজন ছিলো না।

এই বিষয় নিয়ে শনিবার সোনম সোনাক্ষীর কাছে ক্ষমা চেয়ে টুইটারে লিখেন, ‘সোনাক্ষী সোনা তোমার প্রতি আমি খুব আন্তরিক। খারাপ ব্যবহার করার ঘটনাটি মনে করতে পারছি না। যদি তুমি এমন মনে করে থাকো, তাহলে আমি দুঃখিত। ’

সোনমের টুইটের প্রতি উত্তরে সোনাক্ষীও টুইট করেন। সেখান তিনি কথাটি নিজ থেকে বলতে চাননি বলে দাবি করেন। সোনমকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে না নিতে আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।