ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক দিনে কতো আয় করলো ‘প্যাডম্যান’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এক দিনে কতো আয় করলো ‘প্যাডম্যান’? ‘প্যাডম্যান’ ছবির পোস্টার

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে এ বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘প্যাডম্যান’। ভারতসহ বিশ্বের ৫০টি দেশের প্রায় সাড়ে তিন হাজার প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ছবিটি।

এরই মধ্যে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়াতে শুরু করেছে ‘প্যাডম্যান’। এমনকি বক্স অফিসে ভালো ব্যবসাও করছে।

প্রথমদিনে শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে সিনেমাটির আয় প্রায় ১০ কোটি ২৬ লাখ রুপি।

ভারতের তামিলনাড়ুর অরুনাচালম মুরুগানানথাম নামের এক ব্যক্তিকে নিয়ে সাজানো হয়েছে এ ‘প্যাডম্যান’র গল্প। যিনি ভারতের প্রত্যন্ত অঞ্চলে মেয়েদের স্বাস্থ্যসম্মত মেন্সট্রুয়েশন নিয়ে কাজ করেন। এছাড়া স্বল্পমূল্যে স্যানিটারি প্যাড তৈরির যন্ত্রও আবিষ্কার করেছেন তিনি।

আর বালকি পরিচালিত ‘প্যাডম্যান’-এ অরুনাচালম মুরুগানানথামের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। তার সহশিল্পী হিসেবে রয়েছেন সোনাম কাপুর ও রাধিকা আপ্তে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।