ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার আসছে মাধুরীর ‘এক দো তিন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
এবার আসছে মাধুরীর ‘এক দো তিন’ মাধুরী দীক্ষিত ও জ্যাকলিন ফার্নান্দেজ

আলকা ইয়াগনিকের কণ্ঠে ‘এক দো তিন’ গানটি নিশ্চয় মনে আছে সবার। সেই গানের তালে মাধুরীর নাচ, এখনও ঝড় তোলে সকলের মনে। সেই গান ও নাচের ম্যাজিক রূপালি পর্দায় দেখা যাবে আরও একবার। সম্প্রতি এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাঘি’ ছবির রিমেক ‘বাঘি টু’র জন্য নির্মিত হবে ‘এক দো তিন’র নতুন সংস্করণ। পার্থক্য শুধু মাধুরীর বদলে এবার দেখা যাবে জ্যাকলিনকে।

বিষয়টি নিশ্চিত করে নৃত্যপরিচালক আহমেদ খান জানান, ‘জ্যাকলিন যাতে রূপালি পর্দায় গানটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে পারে এজন্য তিনজন নৃত্যপরিচালক কাজ করছেন। এছাড়া গানের জন্য মাধুরীর মতো গোলাপি রঙা একটি পোশাক তৈরি করছেন ভারতের জনপ্রিয় ডিজাইনার মনীষ মালহোত্রা। ’  

সাজিদ নাদিয়াড়ওয়ালা পরিচালিত ‘বাঘি টু’তে অভিনয় করছেন টাইগার শ্রফ। আগামী ৩০ মার্চ মুক্তি পাবে ছবিটি।

** ‘এক দো তিন’ গানের ভিডিও

 
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।