ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাকিবের জন্য গান ‘অপরাজেয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
সাকিবের জন্য গান ‘অপরাজেয়’ সাকিবের জন্য গান ‘অপরাজেয়’

বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হয়েছে একটি গান। ‘অপরাজেয়’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনায় ব্যান্ড নেমেসিস। কণ্ঠ দিয়েছেন জোহাদ এবং রক গায়িকা জেফার রহমান।

গানটির প্রথম দু’টি লাইন-‘তুমি বিস্ময়, তুমি নির্ভয়, ভেঙ্গে দাও বাধার প্রাচীর/তুমি স্বপ্ন, তুমি গল্প, তুমি এক সাহসী বীর। ’

মার্চ থেকে ইয়োন্ডার মিউজিকের অ্যাপে শোনা যাবে গানটি।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে গানটির ঘোষণা দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান নিজেও। গানটি নিয়ে নিজের ভালোলাগার কথাও জানান তিনি।

গানটির প্রজেক্ট কো-অর্ডিনেটর চিশতী ইকবাল বলেন, ‘একটি এক্সক্লুসিভ ভিডিও আকারে গানটি প্রকাশ করা হবে। ভিডিওতে সাকিব নিজেও উপস্থিত থাকবেন। সব মিলিয়ে ভক্তদের পছন্দমতো দারুণ একটি কাজ করার চেষ্টা করছি আমরা। ক্রিকেট বিশ্বের আইকন, যোদ্ধা, এবং অপ্রতিরোধ্য এ ক্রিকেটারের জন্য এটা আমাদের ধন্যবাদ স্বরূপ উপহার। গানটিতে তাকে নিয়ে মানুষের আবেগ এবং ভালোবাসার কথা তুলে ধরা হয়েছে। ’

জোহাদ বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান মুখে বলে শেষ করা যাবে না। তাকে উৎসাহ এবং অনুপ্রেরণা দিতেই গানটি করেছি। কাজটি নিয়ে আমরা অনেক খুশি। আশা করি রক ঘরানার এ গানটি সবার ভালো লাগবে। ’

রবিউল ইসলাম জীবন বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ঘোর সমর্থক আমি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে এর আগেও অনেকগুলো গান লিখেছি। গত বছর বের করেছিলাম মাশরাফিকে নিয়ে। এবার সাকিব আল হাসানকে নিয়ে লিখেছি। ’

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।