ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

একসঙ্গে আমির-রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
একসঙ্গে আমির-রণবীর রণবীর সিং ও আমির খান

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান ও রণবীর সিং। অসংখ্য ব্লকবাস্টার ছবি ভক্তদের উপহার দিয়েছেন তারা। কিন্তু এখনও পর্যন্ত একসঙ্গে কাজ করতে দেখা যায়নি তাদের। তবে এবার একসঙ্গে অভিনয় করবেন বলিউডের এই দুই সুপারস্টার।

কোনো ছবির জন্য নয়, একটি মোবাইল ব্র্যান্ডের বিজ্ঞাপনে একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে আমির-রণবীরকে। কাজটি করার জন্য ইতিমধ্যে সম্মতি প্রকাশ করেছেন বলিউডের এই দুই অভিনেতা।

দুই মাস পর শুরু হবে বিজ্ঞাপনটির শ্যুটিং। কেননা আমির খান এখন ব্যস্ত তার পরবর্তী ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ নিয়ে। অন্যদিকে, জোয়া আখতার পরিচালিত ‘গুল্লি বয়’ ছবির কাজ করছেন রণবীর সিং।     

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।