ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ম্রুণালই হলেন হৃতিকের স্ত্রী!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ম্রুণালই হলেন হৃতিকের স্ত্রী! হৃতিক রোশান ও ম্রুণাল ঠাকুর

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশান। বর্তমানে ‘সুপার থার্টি’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। এতে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে দেখা যাবে তাকে। তবে তার বিপরীতে কে থাকবেন তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিলো জল্পনা-কল্পনা। শোনা গিয়েছিলো- টেলিভিশনের জনপ্রিয় মুখ ম্রুণাল ঠাকুরকে দেখা যাবে বলিউডের এই সুপারস্টারের স্ত্রীর ভূমিকায়।

গুঞ্জন সত্যি হলো, ‘সুপার থার্টি’কে হৃতিকের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে ম্রুণালকে। সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ঘুরপাক খাচ্ছে ‘কুম কুম ভাগ্য’খ্যাত এই তারকা একটি স্থিরচিত্র।

যেখানে দেখা যাচ্ছে- একটি সিড়ির ওপর বসে আছেন ম্রুণাল ও হৃতিক।   আর এটিই প্রমান করে দিলো, ডুগ্গুর (হৃতিকের ডাকনাম) হাত ধরেই বলিউড অভিষেক হতে যাচ্ছে ম্রুণালের।

ছবি: সংগৃহীত‘সুপার থার্টি’ পরিচালনা করছেন বিকাশ বেহেল। তিনি কঙ্গনা রনৌত অভিনীত ব্যবসাসফল ‘কুইন’ ছবিটির পরিচালক ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।