ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঘোরাঘুরি শেষে মুম্বাই ফিরলেন অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
ঘোরাঘুরি শেষে মুম্বাই ফিরলেন অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্য মুম্বাই বিমানবন্দরে অভিষেক-ঐশ্বরিয়া-আরাধ্য

অবকাশ যাপনের জন্য কিছুদিন আগে অস্ট্রেলিয়ার সিডনি গিয়েছিলেন অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্য বচ্চন। ঘোরাঘুরি শেষে নিজ দেশে ফিরলেন তারা। বুধবার (০৭ ফেব্রুয়ারি) মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে তাদের তিনজনকে।

বিষয়টি নিশ্চিত করে বচ্চন পরিবারের এক ঘনিষ্ঠসূত্র জানান, ‘একটি ব্র্যান্ডের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গত ১ ফেব্রুয়ারি মধ্যরাতে সিডনির উদ্দেশে রওনা দেন অ্যাশ। এই সফরে তাকে সঙ্গ দিয়েছেন স্বামী অভিষেক ও মেয়ে আরাধ্য।

পরে ২ তারিখ সেখানে পৌঁছে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠানে অংশ নেন সাবেক এই বিশ্বসুন্দরী। সেখানেই স্বামীর জন্মদিন পালন করেন তিনি। ’

এরই মধ্যে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে তাদের ছুটি কাটানোর একটি স্থিরচিত্র। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

‘ফ্যানি খান’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন অনিল কাপুর ও রাজকুমার রাও।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।