ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নতুন অনুষ্ঠান নিয়ে ফিরছেন কপিল শর্মা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
নতুন অনুষ্ঠান নিয়ে ফিরছেন কপিল শর্মা কপিল শর্মা ও সুনীর গ্রোভার

সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত ‘দ্য কপিল শর্মা শো’-এর নতুন ভার্সন নিয়ে ফিরছেন কপিল শর্মা। সোমবার (০৫ ফেব্রুয়ারি) শুরু হয়েছে অনুষ্ঠানটির প্রমো তৈরির কাজ। সম্প্রতি এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ প্রসঙ্গে কপিলের একটি ঘনিষ্ঠসূত্র জানান, “নতুন শোয়ের ব্যাপারে কপিলের সঙ্গে আলোচনা করেছেন সনি এন্টারটেইনমেন্ট চ্যানেল কর্তৃপক্ষ। কারণ কপিল এখন সম্পূর্ণ সুস্থ এবং তার নিজস্ব ভঙ্গিতে আবারও দর্শকের মন জয় করার জন্য তৈরি।

অনুষ্ঠান ঘোষণার জন্য সোমবার একটি প্রোমো তৈরির কাজ শুরু হয়েছে। এরপর ক্রিয়েটিভ টিম চূড়ান্ত করলে পুরো অনুষ্ঠানের শ্যুটিং শুরুর কথা রয়েছে। আশা করা যাচ্ছে, মার্চের শেষে এর সম্প্রচার শুরু হবে। ”

এদিকে, গত বছর মার্চে অস্ট্রেলিয়া থেকে শো করে ফেরার পথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কপিল শর্মা ও সুনীর গ্রোভার। বিমানে সুনীলকে মারধর ও গালিগালাজ করেন কপিল। পরে শো ছেড়ে দেন সুনীল।

শোনা যাচ্ছিলো, দ্বন্দ্ব ভুলে আবারও একসঙ্গে ফিরবেন তারা। তবে সেটি হচ্ছে না জানিয়ে সূত্রটি আরও বলেন, “না, সুনীল ফিরছেন না। তবে অন্যান্য কলাকুশলীরা থাকবেন। ”

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।