ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ক্যাটরিনার বোনকে বলিউডে নিয়ে আসছেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৮
ক্যাটরিনার বোনকে বলিউডে নিয়ে আসছেন সালমান সালমান খান ও ইসাবেল কাইফ

চলচ্চিত্র দুনিয়ায় নতুন জুটি বা নতুন মুখ আনার খ্যাতি আছে সালমান খানের। তার হাত ধরে আসা অনেক তারকাই এখন বলিউড ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত। সেই ধারাবাহিকতায় এবার ক্যাটরিনা কাইফের ছোট বোন ইসাবেল কাইফকে নিয়ে আসছেন বলিউডের এই সুপারস্টার। সম্প্রতি এমনটাই তথ্য জানানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে।

প্রকাশিত ওই প্রতিবেদনে জানা যায়, নির্মাতা-নৃত্যপরিচালক রেমো ডি’সুজার সহকারী স্ট্যানলি ডি’কস্টার পরিচালিত ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখবেন ইসাবেল। এটি প্রযোজনা করবেন ভূষণ কুমারের প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ।

এতে তার সহশিল্পী হিসেবে থাকবেন ‘হিরো’খ্যাত তারকা সুরজ পাঞ্চোলি।

এ প্রসঙ্গে সালমানের একটি ঘনিষ্ঠসূত্র জানান, গত কয়েক বছর ধরে সুরজ ও ইসাবেলার ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সালমান খান। তাদের ভালো কিছু দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। এরপর ‘বজরঙ্গি ভাইজান’খ্যাত তারকা যখন ভূষণ কুমার প্রযোজিত ‘ভারত’ ছবির শ্যুটিং শুরু করেন তখনই তিনি ইসাবেলকে অভিনয়ে আনার সিদ্ধান্ত নেন।

যোগ করে ওই সূত্র আরও জানান, সালমানের সিদ্ধান্তকে না বলার সাহস কারও নেই। আর না বললে তার পরিণতি কি হবে সেটি খুব ভালো করেই জানেন সবাই। তাই সুরজ-ইসাবেলকে অভিনয়ের সুযোগ দেওয়ার জন্য সম্মতি প্রকাশ করেছেন ভূষণ কুমার।

এর আগে, সালমান খানের কথাতেই ‘হিরো’ ছবিতে সুরজ পাঞ্চোলিকে অভিনয়ের সুযোগ দিয়েছিলেন ভূষণ কুমার।

রেমো ডি’সুজা পরিচালিত ‘রেস থ্রি’ ছবির কাজ করছেন সালমান খান। এরপরই সবকিছু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন বলিউডের এই অভিনেতা।

২০১৪ সালে ইন্দো-কানাডিয়ান ছবি ‘ডক্টর ক্যাবি’র মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পা রেখেছেন ইসাবেল। তবে খুব একটা সুবিধা করতে পারেনি তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।