ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ভালোবাসা দিবস উপলক্ষে ‘আসমানী’ (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
ভালোবাসা দিবস উপলক্ষে ‘আসমানী’ (ভিডিও) কণ্ঠশিল্পী লিজা

কণ্ঠশিল্পী লিজার দ্বিতীয় একক অ্যালবাম ‘পাগলী সুরাইয়া’র ‘আসমানী’ নিয়ে নির্মিত হলো মিউজিক ভিডিও। 

ভালোবাসা দিবসকে সামনে রেখে সোমবার (৫ ফেব্রুয়ারি) গানটি অনলাইনে প্রকাশ করা হয়েছে।

এতে ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা তৌসিফ মাহমুদের সঙ্গে লিজা নিজেই মডেল হয়েছেন।

গত জানুয়ারি মাসে সিলেটের শ্রীমঙ্গলে মিউজিক ভিডিওটির শ্যুটিং হয়।
 
তিন বছর আগে লিজার ‘পাগলী সুরাইয়া’ অ্যালবামটি প্রকাশ পায়। তখন ‘আসমানী’ গানটি শ্রোতাপ্রিয়তা পায়।  

পুরনো সেই গানটির মিউজিক ভিডিও নতুনভাবে আসায় লিজা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। এর আগে একই অ্যালবামের ‘পাগলী সুরাইয়া’ গানের মিউজিক ভিডিও জনপ্রিয়তা পেয়েছিলো।

‘আসমানী’ গানটির কথা ও সুর শফিক তুহিনের। সোহেল রানা বিদ্যুৎ’র নির্দেশনায় গানটির কোরিওগ্রাফি করছেন আসাদ খান। চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দীপন। আরটিভি’র ব্যানারে মিউজিক ভিডিওটি প্রকাশ পেয়েছে।

মিউজিক ভিডিওটি দেখুন


বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
জেএইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।