ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মানিকগঞ্জে ‘আনন্দ অশ্রু’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
মানিকগঞ্জে ‘আনন্দ অশ্রু’ ‘আনন্দ অশ্রু’ ছবিতে কাজ করছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি

কথা ছিলো ৩ ফেব্রুয়ারি শুরু হবে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’। তবে একদিন পর ৪ ফেব্রুয়ারি (রোববার) ছবিটির শ্যুটিং শুরু হয়েছে মানিকগঞ্জে। অংশ নিয়েছেন ছবির নায়ক সাইমন সাদিক ও নায়িকা মাহিয়া মাহি। 

রোববার সাইমন বাংলানিউজকে বলেন, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে আমরা মানিকগঞ্জ পৌঁছেছি। আজ সকাল থেকে শ্যুটিং শুরু হয়েছে।

তীব্র না হলেও এখানে বেশ ভালো ঠাণ্ডাই পড়েছে। এর মাঝেই পুরো ইউনিট শ্যুটিংয়ের কাজ এগিয়ে নিচ্ছে।  

মানিকগঞ্জে টানা ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছবিটির শ্যুটিং চলবে। এরপর ছবির বাকি অংশের শ্যুটিং হবে আগামী মার্চে। ‘আনন্দ অশ্রু’-তে খলচরিত্রে অভিনয় করছেন আলীরাজ।

শিবলী সাদিক পরিচালিত ও সালমান-শাবনূর অভিনীত জনপ্রিয় ছবি ‘আনন্দ অশ্রু’ থেকে ছবিটির নামকরণ করা হয়েছে। তবে মূল ছবির সঙ্গে এই ছবির কোনো মিল থাকছে না। নতুন ছবিটির গল্প লিখেছেন সুদীপ্ত সাইদ খান।

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ছবিতেও জুটি হয়ে অভিনয় করেছেন ‘পোড়ামন’ খ্যাত জুটি সাইমন-মাহি। ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
জেএইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।