ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রেগে আগুন দিশা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৮
রেগে আগুন দিশা দিশা পাতানি (ছবি: সংগৃহীত)

‘এমএস ধোনী: দ্য আনটোল্ড স্টোরি’ ছবির মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন দিশা পাতানি। বর্তমানে করণ জোহর প্রযোজিত ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত তিনি। এতে তার সহশিল্পী হিসেবে দেখা যাবে তার প্রেমিক টাইগার শ্রফকে।

ছবি: সংগৃহীতসম্প্রতি, নিউজ২৪ নামে একটি চ্যানেল দিশার শৈশবের একটি ছবির সঙ্গে বর্তমানের ছবি জোড়া দিয়ে লিখে, দেখুন একসময়ের ‘কুৎসিত’ দিশা কতোটা বদলে গিয়েছেন। আর সেই লেখাটি নজরে আসতেই রেগে আগুন হয়ে যান বলিউডের এই অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সেই ছবির স্ক্রিনশর্ট দিয়ে দিশা লিখেছেন, “আপনারা একদম সঠিক। সপ্তম শ্রেণিতে পড়ার সময় আমার উচিত ছিলো সুন্দর একটি গাউন পরে ও মেকআপ করে স্কুলে যাওয়া। সত্যিই আমি খুব ‘কুৎসিত’ বাচ্চা ছিলাম। তাই আমি লজ্জিত, তবে আপনারা এর চেয়ে ভালো এবং গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ পেলেন না দেখে আরও অবাক হলাম। ” 

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।